• হোম > বাংলাদেশ > নির্বাচনী জোটে যাচ্ছে না জামায়াতে ইসলামী, তবে সমঝোতার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আমির শফিকুর রহমান।

নির্বাচনী জোটে যাচ্ছে না জামায়াতে ইসলামী, তবে সমঝোতার সুযোগ থাকবে বলে জানিয়েছেন আমির শফিকুর রহমান।

  • বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১৩:৪৩
  • ৪৯

---

জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট গঠন করবে না, তবে সমঝোতার ভিত্তিতে সহযোগিতা থাকতে পারে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ গড়তে চাই।”

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আমরা সবাই মিলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দিতে পারে।”

গণভোট বিষয়ে অবস্থান স্পষ্ট করে শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে গণভোট না হলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে? তাই আমরা চাই, আগে গণভোট হোক এবং জুলাই সনদ আইনি বাস্তবতা খুঁজে পাক।”

সম্প্রতি বিদেশ সফর নিয়ে তিনি জানান, প্রবাসীদের সঙ্গে সাক্ষাতে তাদের ভালোবাসা ও প্রত্যাশা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “প্রবাসীরা জাতি গঠনে অবদান রাখতে চান, কিন্তু তাদের প্রতি আমরা এখনো যথাযথ সম্মান প্রদর্শন করতে পারছি না।”

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামী আমির হিসেবে নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6396 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:10:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh