• হোম > রাজনীতি > রুমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন দেওয়ার আহ্বান হিরো আলমের

রুমিন ফারহানাকে বিএনপির মনোনয়ন দেওয়ার আহ্বান হিরো আলমের

  • মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৭:৫০
  • ৬৩

মনোনয়ন তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ, তারেক রহমানকে বিষয়টি ‘বিশেষভাবে বিবেচনা’ করার অনুরোধ কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা হয়নি।
এই প্রাথমিক তালিকায় স্থান না পাওয়ায় আলোচনায় এসেছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

ঘটনাটিকে ঘিরে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়ে রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

হিরো আলমের বক্তব্য:

সোমবার (৩ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হিরো আলম লেখেন—

“বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের জম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা।
আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি।
সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও লেখেন—

“সেইসাথে আগামীদিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।”

পটভূমি:

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জোটগত সমঝোতা ও কিছু আসনে আইনি জটিলতার কারণে ৬৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
রুমিন ফারহানা নিজেও এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, তার মনোনয়ন “অন হোল্ড” অবস্থায় আছে এবং জোটগত আলোচনার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6344 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:39:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh