• হোম > বাংলাদেশ > বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন মিশরীয় রাষ্ট্রদূত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করলেন মিশরীয় রাষ্ট্রদূত

  • মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৪:৫৫
  • ৪৬

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি।

মঙ্গলবার সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক ইস্যু, পাশাপাশি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক ও গণতান্ত্রিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতৈক্যে পৌঁছান বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6317 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 08:32:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh