• হোম > বিদেশ > নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ট্রাম্পের হুঁশিয়ারি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ট্রাম্পের হুঁশিয়ারি

  • মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৩:৪৮
  • ৪১

---

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভোটারদের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ভোটারদের জোহরান মামদানিকে ভোট না দিতে হবে এবং সমর্থন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়োমোকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়নে ন্যূনতম আইনি বাধ্যবাধকতা ছাড়িয়ে কোনো বরাদ্দ দেওয়া হবে না। সোমবার রাতের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন,

“আপনি কুয়োমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। তাঁকেই ভোট দিতে হবে এবং আশা করা যায় তিনি চমৎকারভাবে দায়িত্ব পালন করবেন। তিনি তা করতে সক্ষম, মামদানি নয়।”

কুয়োমো, যিনি এর আগে নিউইয়র্কের গভর্নর ছিলেন, বলেন, “ট্রাম্প আমাকে সমর্থন করছেন না, তিনি শুধু মামদানির বিরোধিতা করছেন।”

ডেমোক্র্যাট প্রাইমারিতে হেরে যাওয়ার পর কুয়োমো এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। আরেক প্রার্থী রিপাবলিকান দলের কার্টিস স্লিওয়া, জনমত জরিপে তলানিতে। ট্রাম্পও লিখেছেন,

“কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে ভোট দেওয়া।”

গত রোববার একটি টেলিভিশনে ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে উল্লেখ করেছিলেন। অর্থায়ন নিয়ে সোমবার মন্তব্যের জবাবে মামদানি বলেন,

“হুমকি দেওয়া তাঁর আসল রূপ। আমি এটিকে হুমকি হিসেবেই দেখি। তাঁর কথা কোনো আইন নয়।”

নিউইয়র্ক সিটি ভোটাররা আজ সিদ্ধান্ত নেবেন, এই নির্বাচনে কে হবে আগামী মেয়র। জনমত জরিপে এখনও মামদানিই এগিয়ে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6305 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:38:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh