• হোম > রাজনীতি > তিনটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনটি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

  • সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ২০:৪১
  • ৪৩

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি জানান, খালেদা জিয়া বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

এ সময় মির্জা ফখরুল আরও জানান, আসন্ন নির্বাচনের প্রথম দফায় বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6279 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:01:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh