
চট্টগ্রামের চাক্তাই–খাতুনগঞ্জের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। মাত্র দুই দিনে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত।
সোমবার (৩ নভেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০ থেকে ১০৫ টাকায়। গত বৃহস্পতিবার ও শুক্রবার পাইকারি দরে এটি ছিল ৭২ থেকে ৮৫ টাকা। সরবরাহ কমে যাওয়ায় তিন দিনের ব্যবধানে দাম বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
আড়তদারদের দাবি, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর অতিরিক্ত চাপ পড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, “বাজারে এখন সরবরাহ সংকট স্পষ্ট। যে পরিমাণ পেঁয়াজ আসছে, তা চাহিদা মেটাতে যথেষ্ট নয়। আমদানি কম হওয়া এবং মৌসুম শেষের কারণে মজুদও কমে গেছে, ফলে মোকামে দাম বেড়ে গেছে।”
দেশে রবি মৌসুমের শুরু হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে। তবে পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীসহ প্রধান উৎপাদন এলাকাগুলোতে এ বছর রোপণ শুরু হয়েছে কিছুটা দেরিতে। তাই নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও সময় লাগবে। এই পরিস্থিতিতে সময়মতো আমদানি অনুমোদন না মিললে বাজারে পেঁয়াজের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।