• হোম > ক্রিকেট | খেলা > দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতলো ভারত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতলো ভারত

  • সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৪:০৪
  • ৩৩

---

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।

গতরাতে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারত। এর আগে ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে উঠেও ট্রফির দেখা পায়নি ভারত। তৃতীয়বারে এসে অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। অন্যদিকে, প্রথমবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গের বেদনায় কাঁদতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় প্রোটিয়ারা। ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ভারতের হয়ে উড়ন্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ১০৬ বলে ১০৪ রান যোগ করেন তারা। মান্ধানা ৪৫ রানে আউট হলেও শেফালি দারুণ ব্যাটিং চালিয়ে যান। ৭৮ বলে ৭ চার ও ২ ছক্কায় ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন তিনি।

মিডল অর্ডারে জেমিমা রদ্রিগেজ (২৪), হারমানপ্রিত কৌর (২০) ও আমানজোত কৌর (১২) ছোট ইনিংস খেললেও দিপ্তি শর্মা (৫৮) ও রিচা ঘোষ (৩৪) ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৪৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহে পৌঁছে দেন। ৫০ ওভারে ৭ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৯৮ রান। দক্ষিণ আফ্রিকার আয়বোঙ্গা খাকা ৩ উইকেট নেন।

২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ রানের জুটি গড়ে ভালো সূচনা করে দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক লরা উলভার্ট একাই লড়াই চালিয়ে যান। অ্যানেরি ডার্কসেনকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৬১ রানের জুটি গড়েন তিনি।

ডার্কসেন (৩৫) আউট হওয়ার পর উলভার্ট ব্যক্তিগত ১০১ রানে দিপ্তির বলে ক্যাচ তুলে দিলে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

ভারতের দিপ্তি শর্মা দুর্দান্ত বোলিংয়ে ৩৯ রানে ৫ উইকেট শিকার করেন। ব্যাটে ৫৮ রানসহ অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কার পান তিনি। অন্যদিকে, ফাইনালে ব্যাট হাতে ৮৭ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার সম্মান জেতেন শেফালি ভার্মা।

উল্লেখ্য, শেফালি শুরুতে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন না। প্রাতিকা রাওয়ালের ইনজুরির কারণে সেমিফাইনালের আগে দলে সুযোগ পান তিনি—আর সেই সুযোগেই লিখলেন নতুন ইতিহাস।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৯৮/৭, ৫০ ওভার (শেফালি ৮৭, দিপ্তি ৫৮, খাকা ৩/৫৮)
দক্ষিণ আফ্রিকা: ২৪৬/১০, ৪৫.৩ ওভার (উলভার্ট ১০১, ডার্কসেন ৩৫, দিপ্তি ৫/৩৯)
ফল: ভারত ৫২ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: শেফালি ভার্মা (ভারত)
প্লেয়ার অব দা টুর্নামেন্ট: দিপ্তি শর্মা (ভারত)


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6243 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:47:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh