• হোম > রাজনীতি > সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার

সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার বদ্ধপরিকর : ইসি আনোয়ার

  • শনিবার, ১ নভেম্বর ২০২৫, ২০:৩৩
  • ৪০

---

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর।

শনিবার সকালে কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে “নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। বর্তমান নির্বাচনী আইন (আরপিও)-এ সংশোধন আনা হয়েছে, যার ফলে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজন হলে তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন।”

তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিস আয়োজিত এই কর্মশালায় জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6206 ,   Print Date & Time: Tuesday, 25 November 2025, 09:49:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh