
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেএসডির সহসভাপতি তানিয়া রব। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা আট দলের গণভোটের দাবির প্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন,
“আমরা নির্বাচন করব, নির্বাচন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা দিয়েছেন, সেই সময়েই আমরা নির্বাচন চাই।”
তিনি অভিযোগ করেন, কিছু মহল নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত ও বিভ্রান্ত করার চেষ্টা করছে।
“গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে,” বলেন মির্জা ফখরুল।
গণভোটের দাবিতে আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“জনগণ যে নির্বাচন চায়, তার বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না।”
তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়েই জনগণের মতামত ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
“আমরা চাই একটি জাতীয় সরকার গঠন করতে—যাদের সঙ্গে ১৭ বছর ধরে একসঙ্গে আন্দোলন করেছি, তাদের নিয়েই।”
বিএনপি মহাসচিব বলেন,
“আসুন, সবাই মিলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করি এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করি।”
সভায় তিনি জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের দ্রুত সুস্থতা কামনা করেন।
সংস্কারবিরোধী অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন,
“বাংলাদেশে যত সংস্কার, সব বিএনপির হাত ধরেই এসেছে। আমরা যে সংস্কারে একমত হয়েছি, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করব।”