• হোম > রাজনীতি > শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যাই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে।

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৮:৪৫
  • ৪২

---

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে—এ সময়সীমা পিছিয়ে দেওয়ার ক্ষমতা কোনো শক্তির নেই।

আজ শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম আরও জানান, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, তবে সরকার এটিকে হুমকি হিসেবে দেখছে না। তিনি বলেন, “যেটি সবচেয়ে যুক্তিসঙ্গত ও দেশের জন্য কল্যাণকর, প্রধান উপদেষ্টা সেটিই করবেন।” আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার বিচারদিন ঘোষণা করবে আদালত বলেও তিনি উল্লেখ করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও রাজপথে সংগ্রাম করেছে। এখন নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই, তারা সর্বক্ষেত্রে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করছে।”

উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে উৎসাহ দিতে নোবিপ্রবিতে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় ‘মাইন্ডব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন ২০২৫’। নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6164 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:40:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh