• হোম > Following > জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি

জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৬:০০
  • ৪৭

---

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করবে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করা হয়নি এবং নির্বাচনের দিন গণভোটের দাবি উপেক্ষা করা হয়েছে। এসব বিষয়ই আমরা প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরব।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “ঐকমত্য কমিশনের প্রস্তাব ও সুপারিশ একপেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সরকারকে জুলাই সনদ পেশ করা হয়েছে—যা জাতির সঙ্গে প্রতারণা।”

তিনি আরও বলেন, “এসব সমস্যার সমাধান আমরা আলোচনার মাধ্যমেই চাই। প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলবে।”

আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “জুলাই সনদ নিয়ে আপত্তি থাকলেও বিএনপি বিশ্বাস করে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6129 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:08:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh