• হোম > দেশজুড়ে > ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৩:১২
  • ৪৩

---

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। মেলাটি চলবে আগামী শনিবার (১ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত।

মেলাটি আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), আর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।


মহত্ত্ব ও বক্তব্য

উদ্বোধনী অনুষ্ঠানে লুৎফে সিদ্দিকী বলেন, “ট্যুরিজম সেক্টর যুব সমাজের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশেও যদি আমরা সঠিকভাবে ফোকাস করি, পর্যটন খাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবে।”

টোয়াবের ট্যুর অ্যান্ড ফেয়ার বিভাগের পরিচালক মো. তাসলিম আমিন শুভ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও ড. মো. শফিকুর রহমান, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহিন সুলতানা সহ বিভিন্ন কর্মকর্তা মেলায় অংশগ্রহণ করেন।

নুজহাত ইয়াসমিন বলেন, “পর্যটন এখন আর শুধু শখ নয়, এটি একটি প্রফেশন হিসেবে প্রতিষ্ঠিত। লক্ষাধিক মানুষ এই খাতে কর্মসংস্থান পাচ্ছে।”
সায়মা শাহিন সুলতানা আরও বলেন, “পর্যটনের মাধ্যমে দেশের পণ্য ও সেবাকে বিশ্বব্যাপী পরিচিত করা সম্ভব, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।”


অংশগ্রহণ ও আয়োজন

এবারের মেলায় পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা ও তুরস্ক থেকে পর্যটন সংস্থা ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছেন।

মেলায় ৪টি হলে ২০টি প্যাভিলিয়নসহ মোট ২২০টি স্টল থাকবে। প্রদর্শক হিসেবে থাকছে আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইন, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও হাসপাতাল।

সাইড লাইন ইভেন্টে থাকবে বিটুবি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পর্যটন প্রামাণ্যচিত্র, র‍্যাফেল ড্র, বিকাশ ক্যাশব্যাক অফার এবং পর্যটন সচেতনতা ও টেকসই উন্নয়ন বিষয়ক কার্যক্রম।

মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ টুরিস্ট পুলিশ, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি এবং এফবিসিসিআই।


প্রবেশ মূল্য

মেলায় প্রবেশ মূল্য ৫০ টাকা, তবে ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য ফ্রি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/6119 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 01:15:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh