
চলতি বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৩৩৯ মিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ১২৯ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৮ অক্টোবর) মধ্যে প্রবাসী আয় মোট দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৫ মিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৮ হাজার ৬৭২ মিলিয়ন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।