• হোম > দেশজুড়ে > সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সরকারি সহায়তা বাড়ানোর ঘোষণা তথ্য উপদেষ্টার।

সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সরকারি সহায়তা বাড়ানোর ঘোষণা তথ্য উপদেষ্টার।

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৫৬
  • ৫৮

---

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ানো হবে। একই সঙ্গে গণমাধ্যমের মালিকদেরও সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার সাংবাদিকদের জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে চায়। যেসব গণমাধ্যম কর্মীদের এই ন্যূনতম বেতন দেবে না, তারা কোনো সরকারি সুবিধা পাবে না।

তিনি জানান, সরকার বেসরকারি টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে। এতে প্রতিটি চ্যানেলের দর্শকসংখ্যা ও পারফরম্যান্স নির্ধারণ করা সম্ভব হবে। ভালো পারফরম্যান্স করা চ্যানেল বেশি বিজ্ঞাপন পাবে, ফলে তাদের আয়ও বাড়বে।

নতুন টেলিভিশন চ্যানেল অনুমোদন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, সরকার বিদ্যমান নীতিমালা মেনে নতুন চ্যানেলের অনুমোদন দিচ্ছে, যাতে মিডিয়ার মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত ২৩টি সুপারিশের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এসব সুপারিশ বাস্তবায়নে নীতিমালা ও অধ্যাদেশ প্রণয়ন করা হবে, কিছু বিষয় উপদেষ্টা পরিষদের অনুমোদনের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের খসড়া ভেটিংয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষে তা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। পাশাপাশি গণমাধ্যম কর্মী আইন ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের নীতিমালা প্রণয়নও বিবেচনাধীন রয়েছে।

অনলাইন মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্ম বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এগুলোর পরিধি অনেক বড়, তাই এগুলোকে একটি কাঠামোর আওতায় আনতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ একসঙ্গে কাজ করছে। যেসব অনলাইন প্ল্যাটফর্ম কনটেন্ট প্রচার করে আয় করছে, তাদের নিবন্ধনের আওতায় আনতে হবে।

পত্রিকার প্রচারসংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, অনেক পত্রিকা খুব সীমিত সংখ্যক কপি ছাপায়, কিন্তু প্রচারসংখ্যা বাড়িয়ে দেখানো হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রচারসংখ্যা বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে এবং বিজ্ঞাপন হার দ্বিগুণ করা হবে।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেওয়া হবে। গুজব প্রতিরোধে সব মিডিয়ার একটি করে ফ্যাক্ট-চেকিং টিম থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, সাংবাদিকতায় নৈতিকতা প্রতিষ্ঠা জরুরি এবং এজন্য সাংবাদিকদের বেতন বৃদ্ধি অপরিহার্য। তিনি কপিরাইট লঙ্ঘন রোধ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5979 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:48:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh