• হোম > > প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান।

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান।

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১৩:৫৩
  • ৪২

---

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা গতকাল (শনিবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের বন্ধনকে গুরুত্ব দিয়ে জেনারেল মির্জা পাকিস্তানের পক্ষ থেকে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।

জেনারেল মির্জা জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দুইমুখী নৌপথ চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা-করাচি আকাশপথ চালুর পরিকল্পনাও রয়েছে।

আলোচনায় উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহৃত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৈশ্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।”

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5975 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 03:07:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh