বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে বিএনপি একটি নতুন অর্থনৈতিক মডেল বাস্তবায়ন করবে। সোমবার (২৭ অক্টোবর) তিনি ইকোনমিক ফোরাম সামিটে অংশ নিয়ে এ মন্তব্য করেন।
তিনি জানান, বিএনপির ৩১ দফা কমিটমেন্ট বাস্তবায়ন হবে, এবং নির্বাচনী জোটের শরীকদের পছন্দ অনুযায়ী ভোটের সুযোগ রাখা হবে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতি বদলানো না হলে কোনো সংস্কার কার্যকর হবে না।
আমির খসরু আরও বলেন, অর্থনৈতিক নীতি শুধুমাত্র আমলাদের কাজ নয়; মূল নীতি তৈরি করতে হবে সংশ্লিষ্টদের মাধ্যমে। গণতান্ত্রিক অর্থনীতি, সবার অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, প্রত্যেক অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স এবং ঢাকায় বড় থিয়েটার ডিস্ট্রিক্ট তৈরি করা হবে, যাতে শিল্পীরা কাজ করতে পারে। বিনিয়োগ আকর্ষণে উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে, এবং বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে।
আমির খসরু বলেন, “রাজনৈতিক দল সরকার চালায় না, সরকার চালায় প্রতিষ্ঠান। মানুষের জন্য সরকার চালাতে হলে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন রাখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ব্যাংক শেয়ারবাজারে লুটপাট হয়নি।”