• হোম > বাংলাদেশ > দুর্ঘটনার ২৩ ঘণ্টা পর পুরো মেট্রোরেল রুট চালু

দুর্ঘটনার ২৩ ঘণ্টা পর পুরো মেট্রোরেল রুট চালু

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৬
  • ৩৪

---

ঢাকার ফার্মগেট এলাকার কাছে মেট্রোরেল লাইনের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, “আমরা সকাল ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি।”

গতকাল দুপুরে পিলার থেকে পড়ে যাওয়া বিয়ারিং প্যাডের ফলে একজন পথচারী নিহত এবং দুইজন আহত হন। নিরাপত্তার কারণে দুর্ঘটনার পর সারা রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়।

বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশন এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে ট্রেন চলাচল শুরু হলেও শাহবাগ-আগারগাঁও সেকশনে এখনও চলাচল বন্ধ ছিল।

ডিএমটিসিএল ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড পুনঃস্থাপন সম্পন্ন করার পর পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5955 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 11:52:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh