• হোম > বাংলাদেশ > আন্তর্জাতিক গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে সরকারের অস্থিরতা বেড়েছে: রনি

আন্তর্জাতিক গণমাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে সরকারের অস্থিরতা বেড়েছে: রনি

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ২২:১৭
  • ৩৬

---

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা সরকারকেও নড়েচড়ে বসতে বাধ্য করেছে।

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় রনি বলেন, “এপি-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার সুযোগ খুব কম রাজনীতিকই পান। কিন্তু জয় সেই সুযোগ পেয়েছেন, এবং তার সাক্ষাৎকারটি শুধু যুক্তরাষ্ট্র নয়, ব্রিটেন, কানাডা ও ভারতসহ বিভিন্ন দেশে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।”

তিনি বলেন, “সজীব ওয়াজেদ জয়ের মধ্যে রয়েছে কয়েকটি পরস্পরবিরোধী বৈশিষ্ট্য—তার বুদ্ধিমত্তার স্তর গড় মানের অনেক ওপরে। তাই সাধারণ মানুষের চোখে কখনও তিনি অটিস্টিক বা নির্লিপ্ত বলে মনে হতে পারেন, কিন্তু বাস্তবে তিনি অত্যন্ত মেধাবী ও বিশ্লেষণক্ষম একজন ব্যক্তি।”

রনি আরও বলেন, “এপি’র মতো প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎকার দেওয়া শুধু লবিং বা স্ক্রিপ্টের ব্যাপার নয়; প্রশ্ন বুঝে সাবলীলভাবে ইংরেজিতে উত্তর দেওয়ার সক্ষমতা থাকতে হয়। সেই দিক থেকে জয় তার আইকিউ ও প্রস্তুতির প্রতিফলন ঘটিয়েছেন।”

জয়ের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “তার সাক্ষাৎকারে বলা হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া কোনো অংশগ্রহণমূলক বা অর্থবহ নির্বাচন সম্ভব নয়। এটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা, যা আন্তর্জাতিক মহল গুরুত্বের সঙ্গে নিচ্ছে।”

রনি মনে করেন, “জয়ের এই সাক্ষাৎকার হঠাৎ আসেনি—এটি এমন সময়ে এসেছে, যখন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে পশ্চিমা বিশ্বে প্রশ্ন উঠছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন দেখছে, ডিপ স্টেট যাদের দিয়ে কাজ করাতে চেয়েছিল, তারা কার্যকর হতে পারছে না। ফলে সজীব ওয়াজেদ জয়ের এই উপস্থিতি ও বক্তব্য নতুন সমীকরণ তৈরি করেছে।”

তিনি যোগ করেন, “এই সাক্ষাৎকার শুধু আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতেই প্রভাব ফেলবে না, বরং বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করবে সরকারকে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5933 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 01:50:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh