• হোম > বাংলাদেশ > উপদেষ্টা আদিলুর: আগামীর বাংলাদেশ গঠিত হবে জুলাই সনদের আলোকে

উপদেষ্টা আদিলুর: আগামীর বাংলাদেশ গঠিত হবে জুলাই সনদের আলোকে

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ২০:৩৬
  • ৪৭

---

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসন একসময় বাংলাদেশকে বন্দি করে রেখেছিল, গুমের রাজনীতি চালু করেছিল এবং দেশকে আইনের বাইরে একটি রাষ্ট্রে পরিণত করেছিল।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘আয়নাঘরের সাক্ষী: গুম জীবনের আট বছর’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও ‘গুম: ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

আদিলুর রহমান বলেন, “আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিবাদী শাসন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

বইটির লেখক ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম অনুষ্ঠানে বলেন, “আমাদের এমন একটি দেশ গড়তে হবে যেখানে কোনো সরকারের পক্ষেই মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা সম্ভব হবে না। গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।”

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট নিজ বাসা থেকে তুলে নেওয়ার পর দীর্ঘ আট বছর গুম ছিলেন মীর আহমাদ বিন কাসেম। ২০২৪ সালের ৬ আগস্ট, শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি পান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5927 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 03:04:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh