• হোম > বাংলাদেশ > আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে : শফিকুল আলম

আগামী নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে : শফিকুল আলম

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১২:২৭
  • ৪৬

---

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

বৃহস্পতিবার মাগুরার নবভঙ্গা পার্কে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। সব রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শফিকুল আলম জানান, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ শিগগিরই উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের আগে বা পরে গণভোট অনুষ্ঠিত হতে পারে, তবে এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

‘জুলাই সনদ’ বিষয়ে তিনি বলেন, “সকল রাজনৈতিক দল নীতিগতভাবে সনদের সঙ্গে একমত হয়েছে। যেসব দল এখনো স্বাক্ষর করেনি, তারাও সম্মতি দিয়েছে।”

জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সংশোধনী প্রসঙ্গে তিনি জানান, “এতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো এলাকায় একক প্রার্থী থাকলে ভোটাররা তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পান।”

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “দলটির জন্য আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5897 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 02:31:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh