
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এশিয়া সফরের সময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। খবরটি জানিয়েছে এএফপি।
স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি চাই, তিনিও জানুক আমরা সেখানে যাচ্ছি।” কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।”
কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, “তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময়, ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল। সেই বৈঠককে ঘিরে তখনও বৈশ্বিক রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছিল।