• হোম > বাংলাদেশ > বাংলাদেশ আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে স্বাক্ষর করল

বাংলাদেশ আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে স্বাক্ষর করল

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ২০:২২
  • ৫২

---

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫:

বাংলাদেশ আজ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশনে স্বাক্ষর করেছে, যা দেশের শ্রমিক সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অনুসমর্থন পত্রে স্বাক্ষর করেন।

অনুস্বাক্ষরিত তিনটি কনভেনশন হলো—

পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন, ১৯৮১ (নং-১৫৫);

কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন, ২০০৬ (নং-১৮৭);

এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন, ২০১৯ (নং-১৯০)।

এর মধ্যে ১৫৫ ও ১৮৭ নম্বর কনভেনশনকে ২০২২ সালে আইএলও মৌলিক কনভেনশন হিসেবে ঘোষণা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, এবং বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন,

> “আজকের দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রানা প্লাজা ট্র্যাজেডির পর বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। কিন্তু আমরা বলেছি—‘হচ্ছে হবে’ নয়, আমরা করেই দেখাব। আজ আমরা সেই প্রতিশ্রুতির এক ধাপ পূর্ণ করলাম।”

তিনি আরও বলেন,

> “কাগজে সই করেই কাজ শেষ নয়, এটি কেবল শুরু। কনভেনশনগুলোতে শ্রমিকদের যে অধিকারের কথা বলা আছে, তা দেশের প্রতিটি শ্রমজীবীর কাছে পৌঁছে দিতে হবে। সচেতনতা তৈরি করতে হবে সর্বত্র।”

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন,

> “এটি অন্তর্বর্তী সরকারের একটি ঐতিহাসিক দিন। শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করছি, আর আজকের অর্জন সেই প্রচেষ্টার ফসল।”

আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনোন বলেন,

> “বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আইএলও কনভেনশনগুলোর কার্যকর বাস্তবায়নে সরকার ও সামাজিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”

তিনি শ্রম আইন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি, আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি ‘লেবার চার্টার’ গ্রহণেরও পরামর্শ দেন।

উল্লেখ্য, এ তিনটি কনভেনশন অনুস্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে স্বীকৃতি পেল


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5855 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:44:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh