
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি জানিয়েছেন, আইন অনুযায়ী এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কমিশন সংশ্লিষ্টদের পাশে থাকবে।
আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য আয়োজন করা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি ইউএনওদের উদ্দেশে বলেন, “আমি আপনাদেরকে এই বার্তাটি দিতে চাই—আপনারা কোনো অন্যায় চাপের কাছে মাথানত করবেন না। সম্পূর্ণ আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন এবং কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। আমরাও আপনাদের কোনো অন্যায় আদেশ বা নির্দেশনা দেব না। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত প্রচলিত আইন অনুযায়ীই আপনাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষ এবং পেশাদারভাবে কাজ করবেন। দেশের সংকটের অন্যতম কারণ হলো আইনের প্রতি অনীহা। সভ্য জাতিগুলো আইন মেনে চলে, আমাদেরও সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
সিইসি আরও বলেন, নির্বাচনের সময় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনওদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা উপজেলা পর্যায়ে দায়িত্বে রয়েছেন, তাই মাঠপর্যায়ে সমন্বয় রক্ষার দায়িত্ব আপনাদের ওপরই বর্তায়। আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের মনিটরিং সেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। কোনো সংকট দেখা দিলে শুরুতেই তা সমাধানের চেষ্টা করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
কমিশনার তাহমিদা আহমদ বলেন, “আমরা সাহসী হবো, তবে অতি সাহসী নয়। অতীতে কেউ কেউ অতি উৎসাহে ভুল করেছে, এবার তা করা যাবে না। আগের প্রশিক্ষণ ভুলে গিয়ে নতুন প্রশিক্ষণ অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।”
কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সামনের নির্বাচন নিয়ে আতঙ্কের কিছু নেই। আইন মেনে নিরপেক্ষভাবে কাজ করলে কমিশন আপনাদের পাশে থাকবে। তবে উদ্দেশ্যপ্রণোদিত কাজ করলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।”
তিনি আরও বলেন, “মোবাইল কোর্ট কার্যক্রম স্বচ্ছ ও নিয়মিত করতে হবে। নির্বাচনে যারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, তাদের পুরস্কৃত করা হবে।”
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্তরা আচরণবিধি মেনে চলবেন। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এবং এবারের নির্বাচনকে একটি দৃষ্টান্তে পরিণত করা হবে।”