• হোম > দেশজুড়ে > বিজিবিতে নতুন ২,২৫৮টি পদ সৃষ্টি

বিজিবিতে নতুন ২,২৫৮টি পদ সৃষ্টি

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ২০:৩১
  • ৫০

---

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বাহিনীতে নতুন করে ২,২৫৮টি পদ সৃজন করেছে সরকার। ফলে বাহিনীর মোট অনুমোদিত জনবল ৫৭,৪৭৭ থেকে বেড়ে দাঁড়াল ৫৯,৭৩৫ জনে।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

সরকারি নথি অনুযায়ী, নবসৃষ্ট এসব পদের মধ্যে রয়েছে—৩ জন পরিচালক, ৯ জন অতিরিক্ত পরিচালক ও ৯ জন উপ-পরিচালক। এসব পদে সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী থেকে ডেপুটেশনে নিয়োগ দেওয়া হবে। কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল, মেজর ও ক্যাপ্টেন সমপর্যায়ের অবস্থান থাকবে।

এ ছাড়া বাহিনীর নিয়মিত কাঠামোয় নিয়োগ পাওয়া অন্যান্য পদের মধ্যে রয়েছে:

  • ৩ জন সুবেদার মেজর

  • ৫৭ জন নায়েব সুবেদার

  • ২৪০ জন হাবিলদার

  • ২৮৫ জন নায়েক

  • ৩৪২ জন ল্যান্স নায়েক

  • ১,২৩৬ জন সৈনিক (সিপাহী)

বেসামরিক পদেও নিয়োগ দেওয়া হবে ১৮ জনকে, যার মধ্যে রয়েছে ইমাম, হিসাবরক্ষক, অফিস সহকারী, কেরানি, টাইপিস্ট, ধাত্রী ও অফিস সহযোগী।

এছাড়া গুইমারা হাসপাতালে জনবল বাড়াতে আরও ৩০টি চিকিৎসা সহায়ক পদ সৃষ্টি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের ১০ সেপ্টেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিবদের কমিটির অনুমোদনের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নতুন পদের প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5778 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:09:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh