• হোম > বাংলাদেশ > বাংলাদেশ ব্যাংকে বিএনপি কখনো রাজনৈতিকভাবে নিয়োগ দেয়নি: আমীর খসরু

বাংলাদেশ ব্যাংকে বিএনপি কখনো রাজনৈতিকভাবে নিয়োগ দেয়নি: আমীর খসরু

  • মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ২০:২৮
  • ৪৬

---

বাংলাদেশ ব্যাংকে কখনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়নি বিএনপি—এমন দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আমাদের সময়ে রাজনৈতিক নিয়োগ না দিয়ে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা হয়েছিল।”

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে আমীর খসরু বলেন, “স্বাধীন কেন্দ্রীয় ব্যাংক ছাড়া টেকসই অর্থনৈতিক কাঠামো গঠন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সংস্কার ও নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই-এর ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. আশিকুর রহমান।

প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন, সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর এবং পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ।

সমাপনী বক্তব্য দেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5776 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 05:47:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh