• হোম > বাংলাদেশ > নতুন বাড়িভাড়া নির্ধারণে সমাধান আসবে, শিক্ষকরা ক্লাসে ফিরবেন : আশা শিক্ষা উপদেষ্টার

নতুন বাড়িভাড়া নির্ধারণে সমাধান আসবে, শিক্ষকরা ক্লাসে ফিরবেন : আশা শিক্ষা উপদেষ্টার

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৫
  • ৫০

---

সরকার ঘোষিত বেতনের ৫ শতাংশ হারে, সর্বনিম্ন ২ হাজার টাকা বাড়িভাড়া ভাতা গ্রহণ করে আন্দোলনরত শিক্ষকরা শিগগিরই ক্লাসে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

রোববার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে শিক্ষা মন্ত্রণালয় সবসময় সক্রিয়। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয় থেকে আজ যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তা সীমিত হলেও সরকারের বর্তমান সামর্থ্যের ভেতরে থেকেই দেওয়া হয়েছে। এখন অতিরিক্ত কিছু করার সুযোগ নেই।”

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে আমরা আশা করছি, শিক্ষকরা আন্দোলন থেকে ফিরে নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরে যাবেন। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানেই ক্লাস চলছে। যাঁরা এখনও ক্লাসে ফেরেননি, তাদের প্রতি অনুরোধ—এই প্রজ্ঞাপন মেনে নিয়ে পাঠদান শুরু করুন।”

তিনি জানান, যেসব জায়গায় সমস্যা রয়ে গেছে, সেখানে সমাধানে শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ সহায়তা করবে।

এর আগে সকালে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়, যা ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5718 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:52:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh