
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায়। এসব সরঞ্জাম আজ রোববার কার্গো ভিলেজ থেকে খালাস করার কথা ছিল। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ১৩টি ফায়ার স্টেশন থেকে ৩৭টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করেছে। সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডস্থলে এখনও পানি দেওয়া হচ্ছে। আগুন লেগে যাওয়া অংশটি আমদানিকৃত পণ্য সংরক্ষণের জায়গা।