![]()
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সংঘটিত অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “বিমানবন্দরের মতো সর্বোচ্চ নিরাপত্তা সংবলিত স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে শুধু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে।”
তারেক রহমান আরও বলেন, “দেশের প্রধান আন্তর্জাতিক বন্দরে অগ্নিকাণ্ডের মতো ঘটনা প্রমাণ করে যে, রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতা ও জবাবদিহিতার চরম ঘাটতি রয়েছে। এতে প্রমাণ হয়, সরকার প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখছে না।”
তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটায় যাত্রী ও আমদানিকারকদের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরপেক্ষভাবে মূল্যায়ন করে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।
এ ঘটনায় অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।