
সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ (রোববার) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা প্রদানে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। তবে এই ভাতা প্রাপ্তির জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে— এ বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করতে হবে এবং নিয়োগ অবশ্যই নির্ধারিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসারে হতে হবে। এর মধ্যে রয়েছে— ২০২১ সালের স্কুল ও কলেজ নীতিমালা, ২০১৮ সালের মাদ্রাসা নীতিমালা (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত), এবং ২০১৮ সালের ভোকেশনাল, কৃষি ও মৎস্য ডিপ্লোমা নীতিমালা।
এছাড়া, এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে। তবে পূর্ববর্তী কোনো সময়ের জন্য বকেয়া পরিশোধযোগ্য হবে না। আর্থিক বিধি-বিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।