• হোম > দেশজুড়ে > আনোয়ারায় ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

আনোয়ারায় ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৪
  • ৫১

---

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১৩৮ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি জানান, থানার এসআই (নিরস্ত্র) মো. আবুল বাশার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে লাঠি, রড, দা, কিরিচ ও ইট নিয়ে সরকারবিরোধী স্লোগান দেয় এবং বাজার এলাকা ঘুরে মিছিল করে।

ঘটনার খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে এবং ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের খোয়া, ২টি দেশীয় দা ও ৮টি লোহার টুকরা জব্দ করে।

মামলার এজাহারে আরও উল্লেখযোগ্য যাঁরা আসামি হয়েছেন তাদের মধ্যে রয়েছেন: আনিসুজ্জামান চৌধুরী রনি, রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, এম এ কাইয়ুম শাহ, রেজাউল করিম অনিস, অসীম কুমার দেব, আমিন শরীফ, মো. ইদ্রিচ, ইয়াছিন হিরু, কাজী মোজাম্মেল হক, মহসিন আলম, নজরুল ইসলাম, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার, শিহাবুজ্জামান, জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), ছগির আহমদ আজাদ, শাহাজাদা এস এম মহিউদ্দিন, ইমরান হোসেন বাবু (পিএস বাবু), জসিম উদ্দিন আমজাদি, এম এ হান্নান চৌধুরী মঞ্জু, অজিজুল হক চৌধুরী নসু, মহিলা মেম্বার সাজিয়া সুলতানা এবং রনি বল প্রমুখ।

ওসি মনির হোসেন জানান, মামলার তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5674 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 05:47:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh