• হোম > দেশজুড়ে > শিক্ষকদের আন্দোলন নিয়ে বিএনপির বিবৃতি

শিক্ষকদের আন্দোলন নিয়ে বিএনপির বিবৃতি

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৬
  • ৪৪

---

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনকে ন্যায়সংগত আখ্যা দিয়ে তাদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত প্রকাশ করেছে বিএনপি। শনিবার দলটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটি মনে করে, শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তব রূপ।

বিএনপি আরও উল্লেখ করে, জাতির সামগ্রিক অগ্রগতির জন্য শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা অপরিহার্য। শিক্ষকদের উপেক্ষা করে টেকসই উন্নয়ন বা কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয় বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়।

দলটি জানায়, জনগণের ভোটে ক্ষমতায় এলে রাষ্ট্রের আর্থিক সামর্থ্যের ভিত্তিতে শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ, আর্থিক নিরাপত্তা বৃদ্ধি এবং পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বিএনপি।

তবে দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, শিক্ষকদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা আন্দোলনের আড়ালে যদি কেউ স্বৈরাচারী শক্তির সহায়ক কোনো পরিকাঠামো গড়ার চেষ্টা করে, তাহলে বিএনপি তা বরদাশত করবে না। গণতান্ত্রিক উত্তরণ প্রতিহত করতে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলেও জানায় দলটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5672 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:10:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh