• হোম > রাজনীতি > জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ আমরা : নির্বাচন কমিশনার

জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ আমরা : নির্বাচন কমিশনার

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১৫:২৯
  • ৪৯

---

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে ও নির্ধারিত সময়েই সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কারো প্রভাব বা চাপের কাছে কমিশন নত হবে না, কোনো পক্ষের হয়ে কাজ করবে না—এটাই কমিশনের অঙ্গীকার।

শুক্রবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি’র হলরুমে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালার শিরোনাম ছিল:
‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’।

নির্বাচন কমিশনার বলেন,

“এই নির্বাচন যেনতেনভাবে হতে দেওয়া যাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ২০২৬ সালের আগে, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে আমরা পরিষ্কার বার্তা দিয়েছি।”

তিনি বলেন,

“এই নির্বাচন সারা পৃথিবীর নজর কাড়বে। তাই নির্বাচন কমিশন কোনো ‘বাঁকা পথে’ যাবে না, কোনো পক্ষের হয়ে কাজ করবে না। আমরা সৎভাবে, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

তিনি আরও বলেন,

“৫ আগস্টের পর যেভাবে দেশের পরিস্থিতি বদলেছে, সেখানে আজকের এই আয়োজনই প্রমাণ করে যে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তুতি নিচ্ছে।”

কর্মকর্তাদের উদ্দেশে বার্তা:

তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন,

“আপনারাই হচ্ছেন এবারের নির্বাচনে ‘চিফ ইলেকশন কমিশনার’। আপনাদের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে। নির্বাচন কমিশন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা ও নিরাপত্তা দেবে। আপনাদের নিরপেক্ষ, সাহসী ও পেশাদার হতে হবে।”

তিনি সাফ জানিয়ে দেন,

“কেউ যদি নির্বাচন কলুষিত করার চেষ্টা করে, তাকে রেহাই দেওয়া হবে না। সে যত বড় প্রভাবশালী হোক, নির্বাচন কমিশন কোনো আপস করবে না।”

সুনামগঞ্জ জেলার ৫০৯টি দুর্গম কেন্দ্রে নির্বাচন পরিচালনার জন্য আলাদা বাজেট বরাদ্দ করা হবে বলেও তিনি জানান।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান:

আলোচনার শেষে তিনি বলেন,

“আমাদের লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নেওয়া। একসঙ্গে কাজ করলে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।”


কর্মশালা ও অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন:

  • নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ,

  • সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া,

  • পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ,

  • ইসির উপসচিব মো. মোস্তফা হাসান।

কর্মশালার আয়োজন করে সিবিপিইপি প্রকল্প, সহযোগিতা করে দ্য বেল্ট অ্যান্ড ড্রিপ প্রকল্প। সঞ্চালনায় ছিলেন জান্নাত জাহান ও ইফতেকারুল আলম চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইটিআই প্রশিক্ষণ পরিচালক আতিয়ার রহমান, উপসচিব মো. মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারী প্রধান মাহবুবুর রহমান এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5668 ,   Print Date & Time: Thursday, 27 November 2025, 06:49:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh