
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার করে গুজব ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, একটি টিকটক ভিডিওতে দাবি করা হয়েছে যে ড. ইউনূস নাকি বলেছেন, আওয়ামী লীগের অংশগ্রহণে জাতীয় নির্বাচন দুই মাস পিছিয়ে এপ্রিলে অনুষ্ঠিত হবে। তবে যাচাই করে দেখা গেছে, তিনি এমন কোনো মন্তব্য করেননি।
প্রকৃতপক্ষে, গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিল মাসের প্রথমার্ধে সম্ভাব্য নির্বাচনের তারিখ উল্লেখ করেছিলেন। কিন্তু ৫ আগস্টের ভাষণে তিনি ঘোষণা দেন, জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
বাংলাফ্যাক্ট আরও জানায়, আগের ভাষণের ভিডিও কাটছাঁট করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।
এছাড়াও, গত বছর থেকে ভারতীয় কিছু মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশীয় কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বাংলাফ্যাক্ট বর্তমানে দেশে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কাজ করছে এবং জনগণকে যাচাই করা সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে দায়িত্ব পালন করছে।