• হোম > দেশজুড়ে > মিরপুর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

মিরপুর অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১৫:০০
  • ৫০

---

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোমে অবস্থানরত অবস্থায় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোম থেকে সাংবাদিকদের জানান, অধ্যাপক ইউনূস ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি।”

তিনি আরও বলেন, অতীতেও দেশে কেমিক্যাল কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে, তবুও কিছু ব্যক্তি এখনো অবৈধভাবে এ ধরনের কারখানা পরিচালনা করে আসছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর বৈধ লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র ছিল কি না, তা যাচাইয়ের জন্য তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5574 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 06:14:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh