• হোম > টেকনোলজি > দাবি না মানায় শাহবাগে যাওয়ার হুমকি এমপিওভুক্ত শিক্ষকদের

দাবি না মানায় শাহবাগে যাওয়ার হুমকি এমপিওভুক্ত শিক্ষকদের

  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৭
  • ৫৫

---

মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।


লাগাতার কর্মসূচির ঘোষণা

বুধবার (১৫ অক্টোবর) সকালেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। তাঁরা জানিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।


মঙ্গলবার ছিল ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

গতকাল মঙ্গলবার শিক্ষকরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে হাইকোর্ট মোড়ে আটকা পড়েন। সেখানেই তাঁরা নতুন আল্টিমেটাম ঘোষণা করেন—বুধবার (আজ) বেলা ১১টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে শাহবাগে অবস্থান নেবেন।

তাঁরা আরও হুঁশিয়ারি দিয়েছেন, যদি এরপরও দাবি পূরণ না হয়, তবে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন।


তিন দফা দাবি সংক্ষেপে

১️ মূল বেতনের ওপর ২০% হারে বাড়িভাড়া
২️ চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা
৩️ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত


পূর্ববর্তী কর্মসূচি ও প্রেক্ষাপট

দাবি আদায়ে টানা কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন সোমবার থেকে।

এ আন্দোলনের সঙ্গে দেশের বিভিন্ন জেলা থেকেও শিক্ষক প্রতিনিধিরা যোগ দিয়েছেন।


অবস্থান স্থলে দৃশ্যপট

বুধবার সকাল পর্যন্ত শত শত শিক্ষক-কর্মচারী শহীদ মিনারের সামনে অবস্থান করছেন। কেউ ব্যানার হাতে বসে আছেন, কেউ মাইকে স্লোগান দিচ্ছেন—“প্রজ্ঞাপন না এলে অনশন চলবে।”


হামলা ও প্রতিবাদ প্রসঙ্গ

সম্প্রতি রাজধানীতে শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে দিনব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক সংগঠনগুলো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5556 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 11:39:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh