• হোম > দেশজুড়ে > ছয়জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হবে।

ছয়জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক প্রদান করা হবে।

  • সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৩:০৩
  • ৯

---

গত মে ও জুন মাসে দেশের বিভিন্ন পুলিশ অপারেশনে সাহস, পেশাদারিত্ব এবং প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ছয়জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব ফরিদা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিপিএম পদক পাচ্ছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান।
পিপিএম পদক পাচ্ছেন পাঁচজন পুলিশ কর্মকর্তা:

  • ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এনায়েত কবীর সোয়েব
  • কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া
  • মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) মো. এমদাদুল হক
  • গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান
  • ডিএমপির কনস্টেবল সুজন আলী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5518 ,   Print Date & Time: Monday, 13 October 2025, 10:21:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh