• হোম > দেশজুড়ে > বিসিক আয়োজিত পাঁচ দিনের শরৎ মেলা-২০২৫ আজ থেকে শুরু হয়েছে।

বিসিক আয়োজিত পাঁচ দিনের শরৎ মেলা-২০২৫ আজ থেকে শুরু হয়েছে।

  • রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১৮:৫৩
  • ১৩

---প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পণ্যসামগ্রীর পরিচিতি, বিপণন ও বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে ‘বিসিক শরৎ মেলা-২০২৫’ আজ থেকে শুরু হয়েছে।

রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং ১৬ অক্টোবর পর্যন্ত চলবে, প্রবেশ ফি নেই।

মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের তৈরি বস্ত্র, মৃৎ, পাট, পুতুল, ব্লক, বাটিক, চামড়া, গহনা, সূচি, বাঁশ-বেতসহ মোট ৪৩টি স্টলে পণ্য প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ৪০টি স্টল উদ্যোক্তাদের, ২টি বিসিক নকশা কেন্দ্রের এবং ১টি প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বিসিক প্রতিবছর নকশা কেন্দ্র ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষিত উদ্যোক্তাদের পণ্য পরিচিতি ও বাজার সম্প্রসারণের জন্য এ ধরনের মেলার আয়োজন করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5486 ,   Print Date & Time: Sunday, 12 October 2025, 07:03:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh