মাহদী আমিন জানিয়েছেন, তারেক রহমানের সাক্ষাৎকার অনুযায়ী বিএনপি প্রার্থী বাছাই করবে দলের অভ্যন্তরীণ গ্রহণযোগ্যতা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে। গণতান্ত্রিক পথে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং সংগ্রাম করেছেন, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। দলের মধ্যে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক, এবং বিএনপি মনোনয়ন ওপর থেকে চাপিয়ে দিতে চায় না। এজন্য অভ্যন্তরীণ জরিপের মাধ্যমে গ্রহণযোগ্যতা যাচাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে প্রার্থী ঘোষণা করা হবে, নির্বাচনী তফসিলের সঙ্গে সামঞ্জস্য রেখে।
বিএনপির কাছে একাধিক প্রার্থী থাকা সাংগঠনিক শক্তির প্রতিফলন। মনোনয়ন প্রাপ্তি নেতা-কর্মীদের জন্য দলের মূল্যায়নের একটি মাধ্যম। প্রার্থী ঘোষণা হলে সকল বিভেদ উঠে যাবে এবং সবাই দলের জন্য কাজ করবে।
বিএনপির রাজনীতি দাঁড়িয়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়’ মূলমন্ত্রের ওপর। মনোনয়ন ঘোষণার পর দলের ঐক্য বজায় রেখে সকলেই জাতীয় স্বার্থে কাজ করবে।