সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হককে।
রবিবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি পট পরিবর্তনের পর থেকে প্রশাসনিক কাঠামোয় নতুন করে দায়িত্ব বণ্টন এবং দক্ষ নেতৃত্ব স্থাপনে সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগের দায়িত্ব ও পদোন্নতি
গত বছরের ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত পাঁচজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে দুই বছরের চুক্তিতে সচিব নিয়োগ দেয় সরকার।
তাদের মধ্যে ছিলেন এহসানুল হক, যিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে তিনি সিনিয়র সচিব পদে উন্নীত হন।
জনপ্রশাসনে শূন্য পদে নতুন নিয়োগ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে বদলি করা হয়। তার পর থেকে সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদটি শূন্য ছিল।
এহসানুল হকের নিয়োগের মাধ্যমে প্রশাসনের শীর্ষ পর্যায়ে নেতৃত্বে নতুন ভারসাম্য ফিরে এসেছে বলে প্রশাসনিক মহল মনে করছে।