• হোম > দেশজুড়ে > শহিদুল আলম বলেছেন, ইসরাইলি বাহিনী তাকে মানসিক নির্যাতনের শিকার করেছে।

শহিদুল আলম বলেছেন, ইসরাইলি বাহিনী তাকে মানসিক নির্যাতনের শিকার করেছে।

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২১:৩৬
  • ১০

---

খ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ৮ অক্টোবর গাজাগামী একটি জাহাজ থেকে গ্রেফতার হওয়ার পর ইসরায়েলি বাহিনী তাকে মানসিক নির্যাতন করেছে।

দেশে ফিরে এসে আজ দৃক গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আটককেন্দ্রে তারা নিয়মিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করত; এক জন প্রতিবাদীকে হামাস সমর্থক বলে ডেকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, আটককালে তাদের সামনে পেছনে হাঁটাতে বাধ্য করা হত, তাদের পাসপোর্ট ছুঁড়ে ফেলা হতো এবং পাসপোর্ট তুললে ফের আক্রমণ করা হতো।

শহিদুল আলম আরও জানিয়েছেন, এক প্রতিবাদীকে মেশিনগানের নল দিয়ে আঘাত করা হয়েছে, বন্দিদের বেশিরভাগই অনশন ধর্মঘট করেছিলেন এবং দুদিনে মাত্র এক প্লেট খাবার দেওয়া হয়েছিল। তন্নতন্ন করে পর্যবেক্ষণে রাখা জেলখানাটি তিনি ‘গোপন এবং দূষিত’ হিসেবে বর্ণনা করেছেন; সেখানে উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে রাতভর মেশিনগানসহ অভিযান চালানো হতো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক নেতাদের নিষ্ক্রিয়তার কারণে তারা আন্তর্জাতিকভাবে সমন্বয় করতে যাচ্ছেন এবং দেশে ফিরার আগে হাজারো জাহাজ নিয়ে আবার ফিলিস্তিনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5456 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 11:43:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh