ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ — একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচটি ইসলামিক ব্যাংকের শেয়ারমূল্যে বড় পতন ঘটেছে। রাজনৈতিক পরিবর্তনের পর বিনিয়োগকারীদের আস্থাহীনতা ও ব্যাপক বিক্রিচাপে গত তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) এই পাঁচ ব্যাংকের সম্মিলিত বাজারমূল্য থেকে উবে গেছে প্রায় ৯২৬ কোটি টাকা।
সরকার সম্প্রতি ইসলামিক ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে পাঁচটি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয়। তবে ঘোষণার পর থেকেই বাজারে অনিশ্চয়তা ও গুজব ছড়িয়ে পড়ে। বিনিয়োগকারীদের আশঙ্কা—দুর্বল ব্যাংক শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত হলে তা পুরো খাতের ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
একজন বিশ্লেষক বলেন, “সরকারের উদ্দেশ্য খাতকে স্থিতিশীল করা হলেও বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন, প্রক্রিয়াটি কতটা সফল হবে।”
রাজনৈতিক পরিবর্তনের পর নতুন প্রশাসনের নীতিগত অনিশ্চয়তা এবং নিয়ন্ত্রক সিদ্ধান্তে আস্থার ঘাটতি তৈরি হওয়ায় অনেক বিনিয়োগকারী ব্যাংক শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, বাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারকে দ্রুত একীভূতকরণের স্পষ্ট রোডম্যাপ, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, একীভূত প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে খাতের স্থিতিশীলতা বাড়বে, পরিচালন ব্যয় কমবে এবং গ্রাহকদের আস্থা ফিরে আসবে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক — ইসলামিক ব্যাংক খাতের একীভূতকরণ ও আর্থিক স্থিতিশীলতা নীতিমালা