• হোম > অর্থনীতি > রেমিট্যান্সে আশার আলো: সেপ্টেম্বরে প্রবাসী আয়ে ১২ শতাংশ বৃদ্ধি

রেমিট্যান্সে আশার আলো: সেপ্টেম্বরে প্রবাসী আয়ে ১২ শতাংশ বৃদ্ধি

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১৯:১২
  • ১৫

---

৭ অক্টোবর, অর্থনীতি ডেস্ক — সেপ্টেম্বর ২০২৫-এ প্রবাসী আয়ে নতুন গতি এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ মাসে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২.৬৮ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের সেপ্টেম্বরের ২.৪০ বিলিয়ন ডলার থেকে প্রায় ১২ শতাংশ বেশি।

ত্রৈমাসিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য
চলতি অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর মেয়াদে দেশে এসেছে ৭.৫৮ বিলিয়ন ডলার, আগের বছরের একই সময়ের ৬.৫৪ বিলিয়ন ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এতে বৈদেশিক আয়ের প্রবাহে স্থিতিশীল উন্নতি দেখা যাচ্ছে।

বৃদ্ধির কারণ
বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা এখন আরও উৎসাহী। অফিশিয়াল ও কালোবাজারি রেটের ব্যবধান কমানো, আর অনানুষ্ঠানিক চ্যানেলে কঠোর নজরদারির ফলেই এই প্রবৃদ্ধি এসেছে।

শীর্ষে ইসলামী ব্যাংক
ব্যাংকভিত্তিক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সর্বাধিক রেমিট্যান্স গ্রহণ করেছে—মোট ৬৯৯ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স সংগ্রহ করেছে।

রেকর্ড ছুঁয়েছে প্রবাসী আয়
গত অর্থবছর (২০২৪–২৫)-এ রেমিট্যান্স প্রথমবারের মতো ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ায়, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখে।

বিশ্লেষকদের পরামর্শ
বিশ্লেষকদের মতে, এই প্রবৃদ্ধি উৎসাহজনক হলেও তা টেকসই করতে রেমিট্যান্স প্রেরণের খরচ কমানো, ডিজিটাল চ্যানেল উন্নত করা ও প্রবাসীদের কর্মসংস্থান বাড়ানো প্রয়োজন। পাশাপাশি, রেমিট্যান্সকে বিনিয়োগ ও উৎপাদনমুখী খাতে কাজে লাগানো হলে দেশের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5444 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:35:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh