• হোম > দেশজুড়ে > প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারই থাকবেন ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি

প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারই থাকবেন ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১৯:০৮
  • ১৫

---

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এবারের নির্বাচনে আমরা আইনের শাসনের বাস্তব রূপ দেখাতে চাই। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারই থাকবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ এবং আইন অনুযায়ী সব ক্ষমতা প্রয়োগের দায়িত্ব তাঁর ওপরই থাকবে।

শনিবার চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের কর্মশালায় সিইসি বলেন, “প্রয়োজনে ভোটকেন্দ্র স্থগিত করুন, আইন প্রয়োগ করুন— তবে নিরপেক্ষতা বজায় রেখে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করুন।”

তিনি আরও বলেন, “আমরা চাই ক্ষমতাসম্পন্ন, দায়িত্বশীল ও প্রশিক্ষিত প্রিজাইডিং অফিসার তৈরি করতে। আপনাদের হাতে সব ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে হবে।”

সিইসি জানান, নিরাপত্তা নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হবে। এছাড়া ভুয়া তথ্য ও এআই-ভিত্তিক অপপ্রচার রোধে বিশেষ সেলও গঠন করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5442 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:37:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh