• হোম > আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স > বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ চালু

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ চালু

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২১:০১
  • ১১

---

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য গুগল বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল ‘জেমিনি প্রো’ ব্যবহারের সুযোগ চালু করেছে।

নতুন এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা জেমিনি প্রো ব্যবহার করে গবেষণা, কোডিং, সৃজনশীল কাজ, এবং জটিল সমস্যা সমাধান আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন। এতে তাদের শিক্ষাজীবন হবে আরও গতিশীল ও দক্ষতানির্ভর।

গুগলের অন্যতম শক্তিশালী এআই মডেল জেমিনি প্রো দ্রুত ও নির্ভুলভাবে তথ্য বিশ্লেষণ, কোড লেখা, গাণিতিক সমস্যা সমাধান এবং জটিল ধারণাকে সহজভাবে ব্যাখ্যা করতে সহায়তা করে। ফলে শিক্ষার্থীরা এটি ব্যবহার করে অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা, কুইজসহ বিভিন্ন একাডেমিক বিষয়বস্তু সহজেই প্রস্তুত করতে পারবেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা বলেন, “গুগলের এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষার্থীদের এআই–নির্ভর দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। গবেষণামুখী শিক্ষার্থীরাও এতে উপকৃত হবেন।”

গুগলের তথ্যমতে, বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহার করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ই–মেইল ঠিকানা ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে জেমিনির ওয়েবসাইট থেকে সক্রিয় করতে হবে।

প্রাথমিকভাবে এক বছরের জন্য শিক্ষার্থীরা জেমিনি ২.৫ প্রো মডেল, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউসহ নানা টুল এবং ২ টেরাবাইট অনলাইন স্টোরেজ বিনামূল্যে পাবেন। এছাড়া ভিও ৩ মডেল ব্যবহার করে ছবি থেকে ভিডিও তৈরি করার সুযোগও থাকবে। নিবন্ধনের শেষ তারিখ ৯ ডিসেম্বর।

গুগল জানায়, সম্প্রতি চালু করা ‘জেমিনি ফর এডুকেশন’ হলো শিক্ষামূলক চাহিদার ভিত্তিতে তৈরি একটি নতুন সংস্করণ, যা শুধু প্রশ্নের উত্তরই দেয় না—বরং শিক্ষার্থীদের শেখার সহায়ক সঙ্গী হিসেবেও কাজ করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5428 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:02:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh