• হোম > বাংলাদেশ > তুরস্কের সহায়তায় মুক্তি পেয়ে ইসরায়েল ত্যাগ করেছেন শহিদুল আলম

তুরস্কের সহায়তায় মুক্তি পেয়ে ইসরায়েল ত্যাগ করেছেন শহিদুল আলম

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১৮:১৮
  • ১২

---

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে বহনকারী ফ্লাইটটি আজ বিকেলে ইসরায়েল ত্যাগ করেছে বলে তুর্কি সূত্রে জানা গেছে। তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৬৯২১ স্থানীয় সময় বিকেল আড়াইটায় ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইসরায়েলে আটক হওয়ার পর থেকে শহিদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5422 ,   Print Date & Time: Friday, 10 October 2025, 08:21:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh