• হোম > বাংলাদেশ > হামাস–ইসরায়েল সংলাপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

হামাস–ইসরায়েল সংলাপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১৯:৫১
  • ২৯

---

গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঢাকা বিশ্বাস করে এই কূটনৈতিক প্রচেষ্টা অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ উন্মুক্ত করবে।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সংঘাত নিরসনের একমাত্র কার্যকর পথ হলো কূটনীতি ও সংলাপ।”

গাজায় মানবিক সংকট নিরসনে শান্তি প্রক্রিয়াকে সহায়তা করা সব পক্ষের ভূমিকার প্রশংসা জানিয়ে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, চলমান আলোচনার ফলে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হবে, মানবিক সহায়তা পুনরায় শুরু হবে এবং গাজার মানুষের দুঃসহ ভোগান্তির অবসান ঘটবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই সংলাপের মধ্য দিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বাস্তব অগ্রগতি সম্ভব হবে।

ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সংহতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার অবিচল সমর্থন জানিয়েছে।

এছাড়া, গাজায় শান্তিরক্ষা ও পুনর্গঠন কার্যক্রমে অবদান রাখার প্রস্তুতির কথাও জানিয়েছে বাংলাদেশ, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির অংশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5404 ,   Print Date & Time: Friday, 10 October 2025, 08:21:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh