• হোম > বাংলাদেশ > সরকার মিডিয়া বন্ধ করবে না, নতুন চ্যানেলও অনুমোদন হবে

সরকার মিডিয়া বন্ধ করবে না, নতুন চ্যানেলও অনুমোদন হবে

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১২:৩২
  • ২৯

---

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বর্তমান সরকারের নীতি হলো কোনো মিডিয়া বন্ধ হবে না। সেই কারণেই নতুন মিডিয়াকে অনুমোদন দেওয়া হবে, তবে আগের নীতিমালার ভিত্তিতেই।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদিত হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। এ সরকারের নীতি হলো কোনো মিডিয়া বন্ধ হবে না। আমরা চাই বহু স্বর আসুক। ফ্যাসিবাদবিরোধী যারা আছে, তাদের মিডিয়াতেও অন্তর্ভুক্তি প্রয়োজন।”

তিনি আরও জানান, সরকারের অধীনে বর্তমানে ৫২টি চ্যানেল আছে, যার মধ্যে ৩৪টি সচল। নতুন গণমাধ্যমের আবেদনকারীরা মূলত নিউজ চ্যানেল চাইছেন। মাহফুজ আলম বলেন, “আমি তাদের উৎসাহ দিয়েছি শিশুদের জন্য একটি চ্যানেলের আবেদন করতে। খেলার চ্যানেল আছে, আরও একটি চ্যানেল করা যেতে পারে।”


মিডিয়া শিল্প ও সেলফ রেগুলেশন

মাহফুজ আলম বলেন, সরকার মিডিয়া শিল্পে একটি ভালো পরিবেশ তৈরি করতে চাইছে। মন্ত্রণালয় সরাসরি হস্তক্ষেপ করবে না, বরং চ্যানেলগুলোর স্ব-নিয়ন্ত্রণ (সেলফ রেগুলেশন) নিশ্চিত হবে।

তিনি বলেন, “বেসরকারি টিভি চ্যানেলসমূহ তাদের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করলে সাধারণ মানুষ বুঝতে পারবে তারা এটি মেনে চলছে কি না। এতে চ্যানেলগুলোর জনগণের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।”


ক্যাবল টিভি ডিজিটালাইজেশন ও টিআরপি নিয়ে পদক্ষেপ

মাহফুজ আলম জানান, ক্যাবল টিভি ডিজিটালাইজ করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে পুনরায় আলোচনা করা হবে এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকার একটি নীতিমালা প্রণয়ন করবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) বিষয়েও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”

মতবিনিময় সভায় অ্যাটকোর প্রতিনিধিরা ক্যাবল টিভি ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেছেন। তারা সময়সীমা নির্ধারণ করে ডিজিটাল রূপান্তরের প্রস্তাব দিয়েছেন।


উপস্থিতরা

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অ্যাটকোর কোষাধ্যক্ষ জহির উদ্দীন মাহমুদ মামুন, পরিচালক মোস্তফা কামাল, পরিচালক আব্দুস সালাম, পরিচালক নাভিদুল হক এবং পরিচালক টিপু আলম মিলন উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5390 ,   Print Date & Time: Friday, 10 October 2025, 08:23:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh