• হোম > রাজনীতি > খালেদা জিয়া রাতের মাজার জিয়ারত করেন

খালেদা জিয়া রাতের মাজার জিয়ারত করেন

  • বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ১২:২৮
  • ২৬

---

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বুধবার (৮ অক্টোবর) রাতে আকস্মিকভাবে জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গুলশানের বাসা থেকে রাতের দিকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি। সমাধিস্থলে পৌঁছে গাড়িতে বসে প্রার্থনা করেন এবং কিছুক্ষণ অবস্থানের পর বাসায় ফিরে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে খালেদা জিয়া মাজারে পৌঁছান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার মাজার জিয়ারত ছিল সম্পূর্ণ আকস্মিক। ঠিক কেন হঠাৎ মাজারে গেছেন তা এখনও স্পষ্ট নয়। দলের এক কেন্দ্রীয় নেতা বলেন, “স্বামীর মাজার জিয়ারত করা অস্বাভাবিক কিছু নয়।”
অন্য একজন নেতা জানান, “মুক্তির পর তিনি একবারও যাননি। তাই হঠাৎ আজ যাওয়া কিছুটা বিস্ময়কর। সম্ভবত এটি ব্যক্তিগত ইচ্ছা থেকেই।”

খালেদা জিয়ার সঙ্গে মাজারে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করেছিলেন।

এদিকে খালেদা জিয়ার রাতের মাজার জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী সমবেত হন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5388 ,   Print Date & Time: Friday, 10 October 2025, 11:03:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh