• হোম > দেশজুড়ে > ইসফাকের পরিবর্তে বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা

ইসফাকের পরিবর্তে বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা

  • মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২:২৩
  • ২৭

---

বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ছিলেন ব্যবসায়ী ইসফাক আহসান। তবে গতকাল বিসিবির নির্বাচনের পর রাতেই এনএসসি সিদ্ধান্ত পরিবর্তন করে। আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার কারণে ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করা হয়। বিশ্বস্ত সূত্রের খবর, তাঁর স্থলে আজ বিসিবির পরিচালকের পদে মনোনয়ন পেয়েছেন করপোরেট নেত্রী ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

খেলাধুলার সঙ্গে তাঁর সম্পর্কও আছে। ২০০৯–২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন এবং বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য ছিলেন।

গ্রামীণফোনে কর্মকর্তা হিসেবে কাজ করার সময় রুবাবা দৌলা বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে পরিচিত মুখ ছিলেন। ১৯৯৮–২০০৯ পর্যন্ত গ্রামীণফোনে প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকত্বের প্রতিনিধি হিসেবে ক্রিকেটাঙ্গনে সক্রিয় ছিলেন। ২০০৩–২০১১ সালে গ্রামীণফোন জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল এবং ২০০৭ সালে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনায় গ্রামীণফোন–বিসিবি যৌথ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

বিসিবিতে রুবাবা দৌলা মহিলা উইংয়ের দায়িত্ব নিতে পারেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5332 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 11:49:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh