• হোম > দেশজুড়ে > ‘মা’ ইলিশ সংরক্ষণের জন্য ভোলা উপকূলে রেড অ্যালার্ট জারি, জেলেদের ঋণের কিস্তি আদায় নিষিদ্ধ

‘মা’ ইলিশ সংরক্ষণের জন্য ভোলা উপকূলে রেড অ্যালার্ট জারি, জেলেদের ঋণের কিস্তি আদায় নিষিদ্ধ

  • মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২০:৪৫
  • ৩৪

---

গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোলা সহ দেশের সব উপকূলীয় মৎস্য অভয়ারণ্যে ‘মা’ ইলিশসহ সব ধরনের মাছ ধরায় সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে মৎস্য অধিদপ্তর ভোলার প্রায় দেড় লাখ জেলের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করতে হবে, উপকূলের বরফ কলগুলো বন্ধ রাখতে হবে, সকল পরিবহনে ইলিশসহ সাগর ও নদীর মাছ বহন বন্ধ করতে হবে এবং নদীতে সকল ড্রেজিং মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করতে হবে। এই আদেশ ভোলা সহ উপকূলীয় সব মৎস্য অভয়ারণ্যে প্রযোজ্য।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানিয়েছেন, সাত উপজেলার প্রশাসনকে এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘মা’ ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কোনো ব্যাংক বা এনজিও ঋণগ্রস্ত জেলেদের কাছ থেকে কিস্তি আদায় করতে পারবে না। এ বিষয়টি অবহিত করে প্রতিটি ব্যাংক ও এনজিওকে প্রশাসনিক নির্দেশনা পাঠানো হয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞাকালীন জেলার সব বরফ কল বন্ধ এবং নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

নিষেধাজ্ঞার কার্যকারিতা নিশ্চিত করতে ভোলা উপকূলের সাগর ও নদ-নদীতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি এবং অভিযান চালিয়ে যাচ্ছে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ৭ উপজেলার ২৩টি স্থানে গত ৪ অক্টোবর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে। বিশেষ টাস্কফোর্স জেলার ৪৩টি মাছঘাট, ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ৭২টি আড়ত এবং ২৮টি বাজারে অভিযান চালিয়েছে। অভিযানে ৩৬ কেজি ‘মা’ ইলিশ এবং ৩,৩১২ মিটার জাল জব্দ করা হয়েছে।

অন্যদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপকূলীয় এলাকায় নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ প্রণোদনার (ভিজিএফ) চাল দ্রুত বিতরণের নির্দেশ দিয়েছে।

নিষেধাজ্ঞার কার্যকারিতা নিশ্চিত করতে উপকূলীয় সাগর মোহনা ও নদ-নদীতে নৌপুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে। মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘মা’ ইলিশ রক্ষায় জারি হওয়া রেড অ্যালার্ট কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5324 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:17:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh